বাল্য বিবাহ ১ম পর্ব-
রামগঞ্জ উপজেলা ব্যাপী বাল্য বিবাহ,প্রতিরোধে কেউ নেই।

এ এইচ পি নিউজ প্রতিনিধি : উপজেলার সর্বত্রে বাল্য বিবাহের ছড়া ছড়ি।প্রতিদোধ করার মত উদ্যেগীরা সবাই যেন ঘুমিয়ে আছে,
ঠিক এমন্টাই ঘটনা ঘটে চলছে উপজেলার দরবেশপুর ইউনিয়নের প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি।
বিদ্যালয়ের ৬ষ্ঠ্ঠেকে ৮ম শ্রেনীর ছাত্রীদের বিদ্যালয়ের রেজিষ্টার জন্ম তারিখ উএক্ষা করে টাকার দিয়ে নকল জন্ম নিবন্ধন সনদ বানিয়ে অথবা বিবাহ রেজিষ্টার (কাজী)কে মোটা অংকের টাকা দিয়ে বাল্য বিবাহ কে রাষ্ট্রীয় আইন শুদ্ধ করা হয়।
ষম্প্রতি এমন ঘটন গটেছে গত কাল বুধ বার শোশালিয়া গ্রামের পলোয়ান বাড়িতে।
এবং আজ আরেকটি বিয়ে হচ্ছে একই গ্রামের নড়ি বাড়ির প্রবাসি আলিপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রীর ।
Next posT Comming বাল্য বিবাহ
Created at 2014-06-26 01:11:47
Back to posts
UNDER MAINTENANCE