রামগঞ্জে ডাকাতি করতে এসে ১ডাকাত আটক

রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নে সুমন নামের এক ডাকাতকে দোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রাম বাসি।
জানাযায়,গত রাত ১২টার সময় দক্ষিন দরবেশপুর শেখের বাড়িএর জাহাঙ্গীর মাষ্টারের ঘরে বৃষ্টির সময় ৭-৮ জনের ডাকাত দল ডাকাতি করতে ঘরের টিন কেটে ঘরে প্রবেশ করতে গেলে ঘরের লোক জন টের পেয়ে চিৎকার দিলে ডাকাতরা দৌড় দিয়ে পালাতে যায়,এসময় সুমন নামের এক ডাকাত ক্ষেতে পড়ে গেলে গৃহ কর্তা আবু মিয়া ও তার ছেলে মন্নান এবং সত্তার তাকে ধরে ফেলে।তাদের চিৎকারে এলাকার লোকজন এসে ডাকাত সুমনকে দোলাই দেয়।এতে সুমন তার সঙ্গে থাকা ৩ডাকাতের নাম বলে।খবর পেয়ে রামগঞ্জ থানার এ এস আই নুরুল আমিন ও এ এস আই সানাউল সহ থানা ফোর্স ঘটনা স্থলে এসে ডাকাত সুমনকে নিয়ে যায়।
আটক কৃত ডাকাত সুমনের পরিচয়,একই ইউনিয়নের মধ্য দবেশপুর ভূইয়া বাড়ি বলে জানা যায়।
Created at 2014-06-30 20:41:26
Back to posts
UNDER MAINTENANCE