রামগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি পদে দায়িত্ব পেলেন পারভেজ আলম
রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন ভূইয়্যা ও কলেজ শাখা ছাত্রলীগ সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন (রাজু)কে আন্তরিক অভিনন্দন-পারভেজ আলম

রামগঞ্জ (লক্ষ্মীপুর )প্রতিনিধি ঃ লক্ষ্মিপুরের রামগঞ্জ উপজেলার রামগঞ্জ সরকারি (ডিগ্রী)কলেজের কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে সহ সভাপতির দায়িত্ব পেলেন ৬ নং লামচর ইউনিয়নের ছাত্রলীগ নেতা পারভেজ আলম।
সারা দেশে মেয়াদ উর্তীন্ন কমিটি নতুন করে গঠনের নির্দেশনার বাস্তবায়নের লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়।পারভেজ আলম সাবেক কমিটির সাহিত্য বিষয়্ক সম্পাদক পদে ছিলেন।
নতুন কমিটিতে দায়িত্ব পেয়ে নিজের সম্পর্কে বলতে গিয়ে শুরুতে তিনি ধন্যবাদ জানান উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন ভূইযা এবং কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক,সাখাওয়াত হোসেন রাজুর প্রতি কৃতজ্ঞতা জানান,
তিনি বলেন,এই কলেজ আমাদের,কলেজের শান্তি,শৃংখলা বজায় রাখা ও বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার কারনে আমি এই অবস্থানে পৌছেছি,এবং নেতাদের কাছে মূল্যায়িত হয়েছি।জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে শিক্ষা-শান্তি-প্রগতির ছায়া তলে নতুন প্রজন্মকে আসার আহবান জানান।
উল্যেখ্য ঃকলেজ শাখা সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন রাজু গত কাল বৃহস্পতি বার পারভেজ আলমকে কলেজ শাখা ছাত্রলীগের নতুন সহ-সভাপতির নাম পাঠ করেন।
পরে নতুন সহ-সভাপতির নেতৃত্বে কলেজ প্রাঙ্গনে এক আনন্দ মিছিল করা হয়।
Created at 2014-10-17 08:10:37
Back to posts
UNDER MAINTENANCE