রামগঞ্জে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার ৫ মাসের অন্তঃসত্ত্বা, রক্ষা পেলোনা তার গর্ভের সন্তান

রামগঞ্জে প্রতিপক্ষ সন্ত্রাসীর পদাঘাতে (লাথিতে) ৫ মাসের অন্তঃসত্ত্বা আহত হাসিনা বেগম (২৩) রামগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত ছেলে সন্তান প্রসব করেছে। এতে এলাকার সাধারণ জনগনের মাঝে চাপা উত্তেজনা দেখা দিয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে হাসপাতালে গিয়ে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার ইছাপুর ইউনিয়নের সোন্দড়া গ্রামের নাপিত বাড়িতে গত রবিবার (১২ অক্টোবর) বিকেলে একই গ্রামের মৃত শহীদ গাজীর ছেলে জাকির গাজীর নেতৃত্বে দুধ মিয়ার ছেলে হারুন, ইদ্রিস বেপারীর ছেলে সাদ্দামসহ ৩০/৩৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র ও লাঠিসোটা নিয়ে মাহবুব আলমের বসতঘরে অর্তকৃত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এসময় ভয়ে মাহবুবের ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী হাসিনা বেগম টয়লেটে আশ্রয় নিলে প্রতিপ সন্ত্রাসীরা তাকে টয়লেট থেকে ধরে এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও তল পেটে পদঘাত করে। সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসিনা বেগমকে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার হাসপাতালে ৫ মাসের অন্তঃসত্ত্বা হাসিনা বেগম মৃত একটি পুত্র সন্তান প্রসব করে। বর্তমানে সে রামগঞ্জ সরকারি হাসপাতালের মহিলা ওয়ার্ডের ১৭নং বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এছাড়াও একই সন্ত্রাসী দল ওইদিন বিকেলে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী অলি উল্যার বাড়ির ৫টি বসতঘর ভাংচুর, লুটপাঠসহ ব্যাপক তান্ডব চালিয়ে শিশু ও মহিলাসহ ৯ জনকে আহত করে। সৃষ্ট ঘটনায় পরদিন সোমবার রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ঘটনার ৪দিন পর গতকাল বৃহস্পতিবার ১৬ অক্টোবর রামগঞ্জ থানার এসআই মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন নিরাপত্তা হীনতায় আতঙ্কগ্রস্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তারা পুলিশ প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তাসহ সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
Created at 2014-10-18 09:53:32
Back to posts
UNDER MAINTENANCE